"প্রকৃতির অপরূপ দৃশ্য"
""কবিতা""
ভোরের ম্লান আলোয় ভেংগে যায় ঘুম
জানালার পাশে গিয়ে দাড়াই,
চোখ মেলে দেখি প্রকৃতির অপরুপ দৃশ্য,
মুগ্ধ নয়নে উপভোগ করি ভোরের ম্লান
আলো।
শিশির ভেজা ঘাসগুলি দুর থেকে লাগছে
নক্ষত্রের মেলা ।।
আমি যেন কল্পনাতে ভাসাচ্ছি আমার ভেলা,
ভেজা ঘাস মারিয়ে হাটতে লাগে অজানা
আনন্দের অনুভুতি।
চারপাশ অনেক নিঝুম,,
মাঝে মাঝে দুর থেকে পাখির কুজন শোনা যায়,
ব্যস্ত কোলাহল ছেড়ে এই সময়টা,,,
যেন নিজের মতো করে অনুভব করা যায়।
প্রতিদিন এই সময় চেয়ে থাকি প্রকৃতির
এই অপরুপ পরিবেশের দিকে,
তবু মনে হয় যেন প্রথম দেখছি এই সুন্দর
লিলাখেলা ।
মাঝে মাঝে হারিয়ে যাই এই সুন্দর
পরিবেশের মাঝে,
প্রকৃতি তার মতো করে রংতুলি দিয়ে সাজে,
রাজপথে দারিয়ে সব কিছু ছারিয়ে,,,,
চোখ যায় এই সুন্দর দৃশ্যে।
যেন কেউ তার ক্যানভাস সাজিয়েছে মনের
মাধুলি দিয়ে।
মুগ্ধ নয়নে চেয়ে থাকতে লাগে মনে অদ্ভুত
প্রশান্তি ।
হঠাত ভেংগে যায় ঘোর
কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি
কখন যে হারিয়ে গেছি কল্পনার ক্যানভাসে
হয়তো এটাই প্রকৃতির সুন্দরের মহিমা।
সবাইকে মুগ্ধ করে আপন সৌরভে।
No comments:
Post a Comment