Monday, December 17, 2018

Poetry of nature - প্রকৃতির কবিতা




প্রকৃতি
.
সুন্দর এই প্রকৃতির ছায়া
বর্ষণ করেছে শত শত মায়া।
মলিন-অমলিন প্রকৃতির নিবিড়ে,
লুকিয়ে আছে ঐশ্বর্য গভীরে।
ভেবে কূল পাই না আমি
আশ্চর্য সৌন্দর্যতায় মুগ্ধ হয়েছি,
এটাই অনেক দামি।
সারা রাত্রি চেয়ে রয়ে চাঁদটির দিকে
পরে পেয়েছি তাঁরে পাগলা নদীর বুকে।
মমতাধীন এই প্রকৃতি
কতই মনোমুগ্ধকর এর আকৃতি।
পাগলের ন্যায় চেয়ে রয়ে
চেষ্টা করি দিন পাড়ি দিবো মই এ।
কিন্তু হায়! পাড়ি দেওয়ার আগেই,
সেই দিনের হলো ক্ষয়।
মই বিহীন পাড়ি দেয় প্রকৃতি,
রেখে যায় শুধু অসাধারণ মানুষের কৃতি।
তবুও প্রকৃতি তাঁর রুপ, রং হারাচ্ছে,

কারন, শহরের অবাঞ্ছিত আলো ছড়াচ্ছে।

No comments:

Post a Comment

A Beautiful Park in KLCC