কৃষকের কবিতা
কবিতা:- "কৃষকের হাসি কান্না"।
ফসলের বুকে কৃষকের হাসি, দেখতে লাগে ভালো,
কৃষকের তরে প্রতি ঘরে ঘরে, সুখের প্রদীপ জ্বালো।
তারা ভাই অনেক কষ্ট করে, ফসলো ফলায়,
অপমান আর লান্চনা ছাড়া, কি আর তারা পায়?
দুঃখ কষ্ট আঘাত জ্বালা, তাদের চির সঙ্গী,
কষ্টে রেখে নিজেকে, অন্নের জীবন করে রঙি।
দেশের সেবায় হৃদয়ের চাওয়া, বিলিয়ে তারা দিয়েছে,
বিনিময়ে তারা সর্বহারা, দুঃখই শুধু পেয়েছে।
গরিব বোলেই তাদের সবাই,করে অবহেলা,
দুঃখ আর কষ্টে তাদের, কাঁটে সারা বেলা।
গরিব যে সৎ সব সময়ই, বড় লোকেরা নয়,
দিয়ে মন প্রাণ গাও জয়গান,দুখীদের হোক জয়।
দুনিয়ার বুকে ক্ষুধার কি জ্বালা, ধনীরা কি কভু বোঝে?
দুঃখ কষ্ট দুর হবে কিসে, সেই পথ নাহি খোঁজে।
ওদের তাঁজা রক্তে উর্বর,এই বাংলার মাটি,
দেশ গড়ারি সৈনিক ওরা,সোনার চেয়েও খাঁটি।
No comments:
Post a Comment