Sunday, December 16, 2018

Poetry of nature -প্রকৃতির কবিতা





 মনে পড়ে
________মধুমিতা প্রিয়া
মনে পড়ে.......
এই নির্জন প্রকৃতির আড়ম্বরে বসে 
বেশ কিছু কথা মনে পড়ে,,
সেদিনের কথা, সেই কবিতা,,
সেই সব সোনালী দিন গুলো..
আজ নেই তার কোন কিছু,,
শুধুই স্মৃতির পটে হয়ে আছে অম্লান।

মনে পড়ে......
নিরন্তর কে যেন শীতল স্পর্শে
হৃদয় ছুঁয়ে যেতো,
মর্মে মর্মে দিয়ে যেতো দোলা,
অসীম মোহে অসীমতায় করে যেতো রচনা
পরাবাস্তবতা বোধে জাগ্রত মনন চিন্তার লীলাময়ী কবিতা।

মনে পড়ে......
রূপ যেন ছিলো তার প্রকৃতির মতন,
প্রকৃতির শতরূপায় হয়েছিলে রূপায়িত
সেই আবেশে আপনারে দিয়ে ছিলেম ঠেলে,
বিছালে কেন অমন রূপের বাহার
অবাক মনে চেতনা আজ বিভ্রম হলো আমার,
ছড়ালে কেন হৃদয়ে আমার এমন মোহ
এক জনমে নিভলো না এই জীবনের দূর্বিসহ।

মনে পড়ে....
সেই প্রকৃতি পরায়ণ 
শোভন হতে সেই রূপের মতন,
এই জীবনে হলো না সেই বীজটি বপন।
অসীম বৈরাগী প্রতিক্ষায় বসে আছি
এক নিবিষ্ট আপন খেয়ালে,
তপস্যার তপোবনে বিভোর হয়রান হয়ে পেতে রাখি অঞ্জলি। 

মনে পড়ে......
আজ খুব মনে পড়ে....
এই মধুময় ক্ষণে প্রকৃতির নীরালয়ে বসে 
সেই খুন্সুটি, সেই উড়ো চিঠি,
হৃদয়ে রেখেছি যতন করে তোমার দেওয়া সেই প্রথম ফুলটি।  
এই মিষ্টি রোদেলা দুপুর বেলা
জীবনের এই পান্থশালায় অলৌকিক সীমানা জুড়ে ঢেলে পড়েছে আজ সৃষ্টির অপুর্বময়ী প্রকৃতির সুধা,
স্মৃতিরা তাই দিয়েছে নাড়া।


No comments:

Post a Comment

A Beautiful Park in KLCC